পাঠ-প্রতিক্রিয়া: ভন্ডুলমামার বাড়ি।
লিখেছেন লিখেছেন আওণ রাহ'বার ১২ জুন, ২০১৬, ০৯:৩৬:০৯ সকাল
বইয়ের নাম: ভন্ডুলমামার বাড়ি।
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
পৃষ্ঠাসংখ্যা : ২০
- - -
বইটি পড়তে ১৫ মিনিট সময় লেগেছে। অবশ্য ২০ পৃষ্ঠার বই পড়তে এর থেকে বেশি সময় লাগারও কথা নয়। বইটি সংক্ষিপ্ত কিন্তু এর মর্ম গভীর।
-
এক ব্যক্তি, যখন তার বয়স ৫ বছর। তখন সে মামা বাড়ি বেড়াতে গিয়ে একটা নতুন বাড়ি তৈরি হতে দেখে। মামাদের কাছে জানতে পারে এ বাড়িটা ভন্ডুলমামা তৈরি করছেন। অজান্তেই ভন্ডুলমামা নামটা তার জীবনের সাথে গেঁথে যায়।
- -
সে-ই ব্যক্তি শৈশব থেকে কৈশোরে- কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে এবং সে দেখে ভন্ডুলমামার বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি।
ভন্ডুলমামা চাকরি করতেন। সংসারের খরচের পরে অতিরিক্ত টাকা তিলে-তিলে জমিয়ে যুগ-যুগ ধরে একটা বাড়ি-ই তৈরি করছিলেন। যখন বাড়ি তৈরি করা শুরু করেছিলেন, সেখানে ছিল মানুষ- ছিল কোলাহল। কিন্তু বাড়ি তৈরি শেষ হওয়ার পর সে-ই গ্রামে কোন মানুষ ছিল না। কারণ ম্যালেরিয়ার প্রাদুর্ভাবে সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। ভন্ডুলমামার স্ত্রী-সন্তানেরা কেউ শহর ছেড়ে ভন্ডুলমামার বাড়িতে আসতে রাজি না। ভন্ডুলমামা একাই তার বাড়িতে থাকেন। এবং সেখানেই তার মৃত্যু হয়। মানুষ তার মৃত্যুর খবর পায় দুই দিন পর। এরপর ভন্ডুলমামার মৃত্যুর খবর পাঠায় শহরে স্ত্রী-সন্তানদের কাছে।
- - -
লেখক শেষের দিকে লিখেছেন:
" আমার জীবনের সঙ্গে ভণ্ডুলমামার বাড়িটার এমন যোগ কি করে ঘটল, সেটা আজ ভেবে আশ্চর্য হয়ে যাই—আমার গল্পের আসল কথাই তাই। অমন একটা সাধারণ জিনিস কেন আমার মন জুড়ে বসে রইল, অথচ কত বড় বড় ঘটনা তো বেমালুম মন থেকে মুছেই গিয়েছে!
বিশেষ করে এই সব শীতের সন্ধ্যাতেই মনে পড়ে এইজন্যে যে পাঁচ বছর বয়সে এই শীতের সন্ধ্যাবেলাতেই বাড়িটা প্রথম দেখি।"
- - -
বইটি পড়ে কেমন যেন উদাস-উদাস লাগছে। আমাদের জীবনটাই এমন। একটা স্বপ্ন-পূরণ হতে না হতেই জীবনের অবসান ঘটে। স্বপ্ন-পূরণের পেছনে কতশত মেহনত করা হয়। তারপরও স্বপ্ন অপূরণ থাকে বেশি মানুষের। অনেকে স্বপ্ন নিয়ে পরপারের পথে যাত্রা করে। বুকের স্বপ্ন বুকে নিয়েই কবরে দাফন হয়ে যায়। আবার অনেকের স্বপ্ন-পূরণ হয় শতরকম অপূর্ণতা নিয়ে। হে মানব পৃথিবী স্বপ্ন-পূরণের জায়গা নয়। স্বপ্ন-পূৃরণ হবে একমাত্র জান্নাতে এবং শতভাগ পূর্ণতা নিয়ে। কারণ জান্নাত-ই হচ্ছে একমাত্র স্বপ্ন-পূরণের স্থান।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওয়া ইয়্যাকি।
সত্যিই এক শিক্ষনীয় উপদেশ পেলাম।
উহ! মাশা আল্লাহ। চমৎকার উপদেশ। শুকরিয়া হে যুবক।
সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
এইবার অজুহাত দেখালে মানতে পারবো না। আপনি যা করতে পছন্দ করেন, যেমন আজকের পোস্ট, সে রকম দায়িত্বই আপনাকে দেওয়া হয়েছে।
।
আর জান্নাত যেখানে আমি অনন্ত জীবন পাব সেখানে আমার কোন স্বপ্ন অপূর্ন ও থাকবে না ।
ভাইয়া খুব ভাল হয়েছে ধন্যবাদ ।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
পাসওয়ার্ড হারিয়ে গিয়েছিলো।
আবার ফিরে আসলাম।
মন্তব্য করতে লগইন করুন