পাঠ-প্রতিক্রিয়া: ভন্ডুলমামার বাড়ি।

লিখেছেন লিখেছেন আওণ রাহ'বার ১২ জুন, ২০১৬, ০৯:৩৬:০৯ সকাল

বইয়ের নাম: ভন্ডুলমামার বাড়ি।

লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

পৃষ্ঠাসংখ্যা : ২০

- - -

বইটি পড়তে ১৫ মিনিট সময় লেগেছে। অবশ্য ২০ পৃষ্ঠার বই পড়তে এর থেকে বেশি সময় লাগারও কথা নয়। বইটি সংক্ষিপ্ত কিন্তু এর মর্ম গভীর।

-

এক ব্যক্তি, যখন তার বয়স ৫ বছর। তখন সে মামা বাড়ি বেড়াতে গিয়ে একটা নতুন বাড়ি তৈরি হতে দেখে। মামাদের কাছে জানতে পারে এ বাড়িটা ভন্ডুলমামা তৈরি করছেন। অজান্তেই ভন্ডুলমামা নামটা তার জীবনের সাথে গেঁথে যায়।

- -

সে-ই ব্যক্তি শৈশব থেকে কৈশোরে- কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে এবং সে দেখে ভন্ডুলমামার বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি।

ভন্ডুলমামা চাকরি করতেন। সংসারের খরচের পরে অতিরিক্ত টাকা তিলে-তিলে জমিয়ে যুগ-যুগ ধরে একটা বাড়ি-ই তৈরি করছিলেন। যখন বাড়ি তৈরি করা শুরু করেছিলেন, সেখানে ছিল মানুষ- ছিল কোলাহল। কিন্তু বাড়ি তৈরি শেষ হওয়ার পর সে-ই গ্রামে কোন মানুষ ছিল না। কারণ ম্যালেরিয়ার প্রাদুর্ভাবে সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। ভন্ডুলমামার স্ত্রী-সন্তানেরা কেউ শহর ছেড়ে ভন্ডুলমামার বাড়িতে আসতে রাজি না। ভন্ডুলমামা একাই তার বাড়িতে থাকেন। এবং সেখানেই তার মৃত্যু হয়। মানুষ তার মৃত্যুর খবর পায় দুই দিন পর। এরপর ভন্ডুলমামার মৃত্যুর খবর পাঠায় শহরে স্ত্রী-সন্তানদের কাছে।

- - -

লেখক শেষের দিকে লিখেছেন:

" আমার জীবনের সঙ্গে ভণ্ডুলমামার বাড়িটার এমন যোগ কি করে ঘটল, সেটা আজ ভেবে আশ্চর্য হয়ে যাই—আমার গল্পের আসল কথাই তাই। অমন একটা সাধারণ জিনিস কেন আমার মন জুড়ে বসে রইল, অথচ কত বড় বড় ঘটনা তো বেমালুম মন থেকে মুছেই গিয়েছে!

বিশেষ করে এই সব শীতের সন্ধ্যাতেই মনে পড়ে এইজন্যে যে পাঁচ বছর বয়সে এই শীতের সন্ধ্যাবেলাতেই বাড়িটা প্রথম দেখি।"

- - -

বইটি পড়ে কেমন যেন উদাস-উদাস লাগছে। আমাদের জীবনটাই এমন। একটা স্বপ্ন-পূরণ হতে না হতেই জীবনের অবসান ঘটে। স্বপ্ন-পূরণের পেছনে কতশত মেহনত করা হয়। তারপরও স্বপ্ন অপূরণ থাকে বেশি মানুষের। অনেকে স্বপ্ন নিয়ে পরপারের পথে যাত্রা করে। বুকের স্বপ্ন বুকে নিয়েই কবরে দাফন হয়ে যায়। আবার অনেকের স্বপ্ন-পূরণ হয় শতরকম অপূর্ণতা নিয়ে। হে মানব পৃথিবী স্বপ্ন-পূরণের জায়গা নয়। স্বপ্ন-পূৃরণ হবে একমাত্র জান্নাতে এবং শতভাগ পূর্ণতা নিয়ে। কারণ জান্নাত-ই হচ্ছে একমাত্র স্বপ্ন-পূরণের স্থান।

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371759
১২ জুন ২০১৬ সকাল ১০:৩৭
সন্ধাতারা লিখেছেন : Salam.....
১৬ জুন ২০১৬ সকাল ০৯:৩৪
308910
আওণ রাহ'বার লিখেছেন : WALAIKUMUSSALAM WA RAHMATULLAH
371760
১২ জুন ২০১৬ সকাল ১০:৪৩
সন্ধাতারা লিখেছেন : It is really heart trembling writing. Everybody has to go without fulfilling the expected dreams. Akherat is the best place to fulfill all dreams. Excellent writing mashallah. Jajakallahu khair.
১৬ জুন ২০১৬ সকাল ০৯:৩৫
308911
আওণ রাহ'বার লিখেছেন : সঠিক বলেছেন খালামুনি।
ওয়া ইয়্যাকি। Happy
371762
১২ জুন ২০১৬ সকাল ১১:৩২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রদ্ধেয় ভাই।
সত্যিই এক শিক্ষনীয় উপদেশ পেলাম।
হে মানব পৃথিবী স্বপ্ন-পূরণের জায়গা নয়। স্বপ্ন-পূৃরণ হবে একমাত্র জান্নাতে এবং শতভাগ পূর্ণতা নিয়ে। কারণ জান্নাত-ই হচ্ছে একমাত্র স্বপ্ন-পূরণের স্থান।

উহ! মাশা আল্লাহ। চমৎকার উপদেশ। শুকরিয়া হে যুবক।

১৬ জুন ২০১৬ সকাল ০৯:৩৭
308912
আওণ রাহ'বার লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম অ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
371763
১২ জুন ২০১৬ সকাল ১১:৩৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : জি, বাক্কা কথাই বলেছেন। আমাদের স্বপ্নগুলো সাজানো দরকার জান্নাত নিয়ে।
এইবার অজুহাত দেখালে মানতে পারবো না। আপনি যা করতে পছন্দ করেন, যেমন আজকের পোস্ট, সে রকম দায়িত্বই আপনাকে দেওয়া হয়েছে।
১৩ জুন ২০১৬ রাত ১২:৩৩
308556
সন্ধাতারা লিখেছেন : সহমত
১৬ জুন ২০১৬ সকাল ০৯:৪০
308913
আওণ রাহ'বার লিখেছেন : ইয়ে মানে এই লেখাটি রমজানের অনেক পূর্বেই লেখা। আমি জাস্ট কপি পেস্ট করেছি। বই নিয়ে পোস্ট দিতে হলে বইটা আগে থেকে পড়া দরকার। খুব চেষ্টা করবো অন্তত একটা পোস্ট দেয়ার জন্য। ভাই আমি তো পাঠক মানুষ। Happy Happy Happy Good Luck
১৬ জুন ২০১৬ সকাল ০৯:৪১
308914
আওণ রাহ'বার লিখেছেন : দোয়া চাই অন্তত দায়িত্বটা কিছুটা হলেও পুরো করতে পারি। অনেক ধন্যবাদ
১৬ জুন ২০১৬ সকাল ০৯:৪২
308915
আওণ রাহ'বার লিখেছেন : খাম্মুনিকেও অনেক শুকরিয়া।
371784
১২ জুন ২০১৬ বিকাল ০৫:২৭
আফরা লিখেছেন : মাঝে মাঝে মনে খুব হতাশা আসে , মনে হয় আমি, আমার জীবনের লক্ষে পৌঁছতে পারব না পরক্ষেই মনে আসে আরে --আমি তো ভুল করছি দুনিয়ার কিছু চাওয়া-পাওয়া তো আমার জীবনের লক্ষ হতে পারে না,দুনিয়াতে আমার এক মাত্র লক্ষ হবে জান্নাত ।

আর জান্নাত যেখানে আমি অনন্ত জীবন পাব সেখানে আমার কোন স্বপ্ন অপূর্ন ও থাকবে না ।

ভাইয়া খুব ভাল হয়েছে ধন্যবাদ ।


১৬ জুন ২০১৬ সকাল ০৯:৫৫
308916
আওণ রাহ'বার লিখেছেন : তোমার উপলব্ধি অনেক সুন্দর। কিছু দুশ্চিন্তা চলে আসাটা স্বাভাবিক। শতহোক এটা মানুষেরই একটা বৈশিষ্ট্য। ধন্যবাদ আফরা সুন্দর মন্তব্যটির জন্য।
371787
১২ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

হে মানব পৃথিবী স্বপ্ন-পূরণের জায়গা নয়। স্বপ্ন-পূৃরণ হবে একমাত্র জান্নাতে এবং শতভাগ পূর্ণতা নিয়ে। কারণ জান্নাত-ই হচ্ছে একমাত্র স্বপ্ন-পূরণের স্থান।


Praying phbbbbt phbbbbt Praying Praying Praying Praying

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৬ জুন ২০১৬ সকাল ১০:১৭
308918
আওণ রাহ'বার লিখেছেন : বারাকাল্লাহু ফীকুম!
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
371794
১২ জুন ২০১৬ রাত ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : যথার্থই বলেছেন। ধন্যবাদ।
১৬ জুন ২০১৬ সকাল ১০:১৮
308919
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। Happy Good Luck Happy
371802
১২ জুন ২০১৬ রাত ০৯:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ চমৎকার পোষ্টটিরজন্য। বিশাল পিরামিড গুলিও যেন সেই সাক্ষ্য দিচ্ছে। আলিশান দেখতে কিন্তু গোরস্থান।
১৬ জুন ২০১৬ সকাল ১০:২৮
308920
আওণ রাহ'বার লিখেছেন : আপনার মন্তব্যটির উদাহরণটি অনেক সময় নিয়ে ভাবলাম। সত্যিই আপনার মন্তব্যটি থেকে চিন্তা এবং দিক নির্দেশনার অনেক নিদর্শন পেলাম। ধন্যবাদ সবুজ ভাই।
372277
১৭ জুন ২০১৬ বিকাল ০৫:৫৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মন ছুয়ে গেল, আর হৃদয় হিম করা লেখাটা।
১২ ফেব্রুয়ারি ২০১৮ রাত ১০:৪৪
317360
আওণ রাহ'বার লিখেছেন : আপনি ভালো আছেন।
পাসওয়ার্ড হারিয়ে গিয়েছিলো।
আবার ফিরে আসলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File